৫ ফেব্রুয়ারি (আজ) থেকে শুরু হয়েছে ঘরোয়া ক্রিকেট আসর ডিপিএল। প্রথম ম্যাচেই ঝড় তুলেছেন জাতীয় দল থেকে বাদ পরা ক্রিকেটার সৌম্য সরকার। এবারের ডিপিএল আসরের অগ্রনী ব্যাংক ক্রিকেট ক্লাবের হয়ে মাঠে নেমেছে সৌম্য। গাজী গ্রুপ ক্রিকেটার্সের বিপক্ষে ডিপিএলের প্রথম ম্যাচে ব্যাটে-বলে ঝড় তুলেন বামহাতি এই ক্রিকেটার।  সকালে বিকেএসপির মাঠে টসে জিতে প্রথমে বোলিং করার সিদ্ধান্ত নেয় অগ্রনী ব্যাংক ক্রিকেট ক্লাব। তবে উদ্ভোধনী জুটিতে ৪৬ রান সংগ্রহ করে গাজী গ্রুপ ক্রিকেটার্সের দুই ওপেনার। এই জুটির ফাটল ধারাণ সৌম্য সরকার। শফিউল হায়াতকে ২৮ রানে আউট করে সৌম্য। এরপর দলীয় ৬০ রানে সময় জহুরুল ইসলাম অমিকেও ফেরান সৌম্য। টপ অর্ডারের দুই ব্যাটসম্যানকে হারানোর পর আর বড় জুটি গড়তে পারে নি গাজী গ্রুপ ক্রিকেটার্স। ফলে ৪৬ .১ ওভারে ১৭৬ রানেই গুটিয়ে যায় তারা।

১৭৭ রানের টার্গেটে ব্যাট করতে নামে সৌম্য সরকেরের দল। শুরুতেই ৩৮ রানে দুই উইকেট হারায় অগ্রনী ব্যাংক ক্রিকেট ক্লাব। তবে অফ ফর্মে থাকার কারণে জাতীয় দল থেকে বাদ পরা সৌম্য সরকার জ্বলে উঠেন। তৃতীয় উইকেটে রিফাত উল্লাহ’র সাথে অপ্রতিরোধ্য ১৪০ রানের জুটি গড়ে তোলেন সৌম্য। যার ফলে ৩৯.৩ ওভারেই জিতে যায় অগ্রনী ব্যাংক ক্রিকেট ক্লাব। ১২২ বল খেলে ৮৯ রানে অপরাজিত থাকেন সৌম্য। ইনিংসে ৭ টি চারের পাশাপাশি ৪ টি ছক্কা হাকান এই বামহাতি ক্রিকেটার। অপর অপরাজিত ব্যাটসম্যান রিফাত উল্লাহ ৮৮ বলে ৪ চার আর ২ ছক্কায় ৫৫ রান করেন।