এশিয়া কাপ সুপার ফোরের প্রথম ম্যাচে ভারতের বিপক্ষে মাঠে নামে বাংলাদেশ। কিন্তু এই ম্যাচে ৭ উইকেটে পরাজিত হয় বাংলাদেশ। এশিয়া কাপের প্রথম ম্যাচে জয় পায় বাংলাদেশ। কিন্তু শেষ দুই ম্যাচের একটি তেও জয় পায়নি বাংলাদেশ।

আর প্রথম ম্যাচে ইঞ্জুরিতে পরে এশিয়া কাপ থেকে ছিটকে যায় দেশ সেরা ওপেনার তামিম ইকবাল। তামিমের ছিটকে যাওয়ার পর কেউ তামিমের অভাব পূরণ করতে পারেনি।

তামিমের অভাব পূরণ করার জন্য স্কোয়াডে রাখা হয়েছিলো শান্তকে। কিন্তু দুই ম্যাচে একাদশে জায়গা পেয়েও ব্যার্থ হয়েছে এই ওপেনা। সেই সাথে ব্যার্থ হয়েছে আরেক ওপেনার লিটন দাস।

আর তাই বাংলাদেশ থেকে উড়িয়ে নেওয়া হয়েছে ইমরুল ও সৌম্যকে। এই মুহুর্তে তারা দুই জন দুবাই অবস্থান করছে। আর দলে জায়গা পেয়ে নিজের সেরাটা দেওয়ার চেষ্টা করবে বলে জানিয়েছে সৌম্য সরকার। তাই তার ফেসবুক পেইজে লিখেন,

It’s a great opportunity to represent your Nation. try my level best,  keep us in your prayers. 

নিজের দেশ কে প্রতিনিধিত্ব করা সব সময় গৌরবের। আমি আমার সর্বোচ্চ চেষ্টা করব, আমাদের জন্য আর্শীবাদ করবেন