বাংলাদেশের ওপেনার সৌম্য সরকারকে জিম্বাবুয়ে সিরিজে সাত নম্বরে ব্যাটিং করার জন্য প্রস্তুত করা হচ্ছে। এই সাত নাম্বার পজিশনে নেমে বেশ কয়েকটি ম্যাচে বেশি সফলতা পেয়েছে। এশিয়া কাপের ফাইনাল ম্যাচে ভারতে বিপক্ষে সাতে নেমে ৩৩ রানের দারুণ ইনিংস খেলেন সৌম্য। সম্প্রতি জাতীয় লিগেও একই জায়গায় নেমে দুর্দান্ত সেঞ্চুরি হাঁকিয়েছেন এই ব্যাটসম্যন।

এ প্রসঙ্গে বিসিবি প্রধন বলেন, ‘একজন ফাস্ট বোলিং অলরাউন্ডার খুঁজছি যে মারতে পারে। আরিফুলকে আবার বোলার হিসেবে ধরা হয়না। ওকে আমরা এখন পরীক্ষা করে দেখিনি। সাইফ ছিল। কিন্তু হঠাৎ করে বোলিং করাই ভুলে গেছে। সাতে একজন দরকার। সাব্বিরকে ট্রাই করেছি। সৌম্যকে নিয়ে ট্রাই করে দেখতে পারি। নতুন নতুন ছেলেদের সুযোগ দেওয়া হতে পারে এবারই।’