চলতি মাসের ২১ তারিখ থেকে জিম্বাবুয়ে বিপক্ষে ওয়ানডে ও টেস্ট সিরজ খেলবে বাংলাদেশ। সেই সিরিজকে সামনে রাখে দল ঘোষণা করেছে বিসিবি। এই ঘোষিত দলে জায়গা হয়নি ওপেনার ব্যাটসম্যান সৌম্য সরকারের।

মূল স্কোয়াডে জায়গা না হলেও জিম্বাবুয়ে বিপক্ষে প্রস্তুতি ম্যাচে খেলবে সৌম্য সরকার। এই প্রস্তুতি ম্যাচে টাইগারদের অধিনায়ক হিসেবে দেখা যাবে এই ওপেনারকে।

ইতিমধ্যে বাংলাদেশের অবস্থান করছে জিম্বাবুয়ে ক্রিকেট দল। আগামী ১৯ তারিখ সৌম্য সরকারের নেতৃত্বে বাংলাদেশের বিপক্ষে এক মাত্র প্রস্তুতি ম্যাচে মাঠে নামবে জিম্বাবুয়ে।