
আগামী ২১ তারিখ বাংলাদেশের বিপক্ষে তিন ম্যাচ ওয়ানডে সিরিজ খেলবে জিম্বাবুয়ে। তার আগে এক মাত্র প্রস্তুতি ম্যাচে মাঠে নামে জিম্বাবুয়ে। এই ম্যাচে ৮ উইকেটে সহজ জয় ছিনিয়ে নেয় বাংলাদেশ।
প্রস্তুতি ম্যাচে প্রথমে ব্যাটিংয়ে নামে জিম্বাবুয়ে। তার সব কয়টি উইকেট হারিয়ে ১৭৮ রান সংগ্রহ করে। জবাবে ব্যাট করতে নেমে শুরুটা ভালো করতে পারেনি বাংলাদেশ। শুরুতেই রান আউট হয়ে ৮ রান করে ফিরে যান ওপেনার মিজানুর রহমান। দলে প্রথমবার ডাক পাওয়া ফজলে রাব্বিও ব্যাট করতে থাকেন ধীরগতিতে। কিন্তু ১৩ রান করে সিকান্দার রাজার বলে ক্যাচ আউট হয়ে ফিরে যান তিনি। দুই উইকেট পড়লেও ওয়ানডাউনে নেমে নিজের মতোই খেলতে থাকেন সৌম্য। ৬ বাউন্ডারি ১ ওভার বাউন্ডারির সাহায্যে অর্ধশতক পূরণ করেন তিনি।
মোসাদ্দেককে নিয়ে গড়েন ১১২ রানের পার্টনারশিপ। মোসাদ্দেক ব্যক্তিগত ৩৩ রানে স্বেচ্ছায় অবসরে গিয়ে ব্যাট করতে পাঠান আরিফুল হককে। সেই আরিফুলকে সঙ্গী করে ১৩ চার ও ১টি ছক্কায় শতক তুলে নেওয়ার পাশাপাশি ১০২ রানের দারুণ একটি ইনিংস উপহার দেন সৌম্য। তার ব্যাটিং দৃঢ়তায় ৮ উইকেট হাতে রেখেই বিসিবি একাদশ পৌঁছে যায় জয়ের বন্দরে।
