বছরের শুরুতে জানুয়ারি মাসে ঘরের মাঠে প্রথমবারের মতো ত্রিদেশীয় সিরিজ ও শ্রীলঙ্কার বিপক্ষে টেস্ট সিরিজে বাদ পড়েছিলো অপেনার সৌম্য সরকার। তারপরেও শ্রীলংকা সফরে রাখা হয় তাকে। সেখানে নির্বাচকদের আস্থার প্রতিদান দিতে পারেননি। নিদাহাস ট্রফিতে পাঁচ ম্যাচ মাঠে নেমে করেছেন মাত্র ৫০ রান। এমন পারফর্মেন্সের জন সম্প্রতি তাকে বিসিবির কেন্দ্রীয় চুক্তি থেকেও বাদ দেওয়া হয়েছে।

রোববার (২০ মে) দল ঘোষণা করার পর সংবাদ সম্মেলনে প্রশ্ন উঠে, যেহেতু নির্বাচকেরা ভালো পারফরম্যান্সকে অগ্রাধিকার দিচ্ছেন; তাহলে সৌম্য দলে সুযোগ পেলেন কীভাবে? জবাবে প্রধান নির্বাচক যা জানালেন, তার মানে এমন দাঁড়ায় সৌম্যর কোন বিকল্প নেই।

মিনহাজুল আবেদিন জানালেন, ‘টি-টোয়েন্টি ফরম্যাটে আমরা যত খেলোয়াড় নিয়ে চিন্তা করি, ওর (সৌম্য) কথাটা সবার আগে চলে আসে। ওর বিষয়টি নিয়ে আমরা অধিনায়ক ও কোচের সঙ্গেও আলোচনা করেছি। তারা সৌম্যর ব্যাপারে ইতিবাচক কথা বলেছে। কোর্টনি ওয়ালশের সঙ্গে তো আমাদের সব সময়ই কথা হয়। যেহেতু ও নিদাহাস ট্রফিতে ছিল, তাই তার পরামর্শও আমরা নিয়েছি।’

প্রধান নির্বাচকের কথায় পরিস্কার বুঝা যায়, আরও একটি সুযোগ পেতে যাচ্ছেন সৌম্য। আর তাতে নিজেকে প্রমাণ করার আরো একটি সুযোগ পেলেন সৌম্য। তাই এই আসন্ন সফরটা কাজে লাগাতেই হবে ওপেনারকে।

১৫ সদস্যের দলের ওপর নির্বাচকরা যে পুরোপুরি আস্থা রেখেছেন তার প্রমাণ পাওয়া যায় মিনহাজুলের কথায়, ‘প্রতিটি সিরিজ আমাদের জন্য গুরুত্বপূর্ণ। টি-টোয়েন্টি সিরিজে কিন্তু র‌্যাঙ্কিংয়ে আমার অনেকটা পিছিয়ে আছি। উন্নতির লক্ষে আমরা আমাদের সেরা দলটা পাটাচ্ছি। সামনে ওয়েস্ট ইন্ডিজ সফরও আছে। চেষ্টা করেছি আমাদের সম্ভাব্য সেরা দলটা গঠন করতে।’