টি২০ সিরিজ খেলতে ইতিমধ্যে ওয়েস্ট-ইন্ডিজের উদ্দেশে দেশ ত্যাগ করেছে সৌম্য সরকার ও আরিফুল হক। যদিও এখন পর্যন্ত টি-টুয়েন্টি জন্য দল ঘোষণা করা হয় নি, তার আগেই দলের সাথে যোগ দিচ্ছে তারা। স্কোয়াড গহোষণা হওয়ার আগেই যেহেতু তারা দলের সাথে যোগ দিচ্ছেন, তাই তাদের স্কোয়াডে থাকাটা প্রায় নিশ্চিত।

তবে সৌম্যকে নিয়ে নান্নু বলেন, ‘টি-টুয়েন্টির জন্য আমরা ইতিমধ্যেই আরিফুল হক ও সৌম্য সরকারকে পাঠিয়েছি। আরিফুল হককে আমরা নির্বাচকরা প্রথমেই পছন্দ করেছি। আর সৌম্যর সাম্প্রতিক ফর্মের কারনে আমরা তার ব্যাপারে আমরা একটু দোটানায় ছিলাম।

তবে এর আগেও বিদেশের মাঠিতে ভালো করেছিলো সৌম্য। এটি উল্লেখ করে তিনি জানান, ‘বিদেশে সে আগে যথেষ্ট ভালো খেলেছে। বাউন্সি উইকেটে স্কয়ারে অব দ্যা উইকেটে সে ভালো খেলে। গত আট মাস ধরে সে রানে নেই যা আমাদের যথেষ্ট ভুগিয়েছে। ওয়েস্ট ইন্ডিজের বাউন্সি উইকেট আর ফ্লোরিডার উইকেটও একটু গতিময়। এই জন্যই টিম ম্যানেজমেন্ট তাকে দলে চাইছে।’

সৌম্য আর আরিফুলকে নেওয়ার ফলে টি-টুয়েন্টি স্কোয়াডে কে কে বাদ পড়বেন আর কে কে থাকবেন এটিও দ্রুত জানানোর হবে বলে জানান তিনি।

‘ওয়ানডে অধিনায়ক মাশরাফি বিন মুর্তজা তো অবশ্যই ফিরবে। আর দুইজনের ব্যাপারে আজকের ম্যাচ শেষ হওয়ার পর আমরা জানাব।’