
আয়ারল্যান্ড ‘এ’ দলের বিপক্ষে তিন ম্যাচ টি২০ সিরিজের দ্বিতীয় টি২০ ম্যাচে আজ বাংলাদেশ সময় রাত ৯টায় মাঠে নামছে বাংলাদেশ।
এর আগে সিরিজের প্রথম টি-টুয়েন্টিতে সৌম্য-শান্ত-আফিফের ব্যাটে ভর করে আয়ারল্যান্ডকে ৬ উইকেটে সহজেই হারিয়েছিল বাংলাদেশ৷ তাই আজকের ম্যাচ জিতে সিরিজ নিজেদের করে নিতে চাইবে তারা।
প্রথম ম্যাচে জয় পাওয়ায় আজ একাদশে কোন পরিবর্তনের সম্ভাবনা নেই টাইগারদের৷
বাংলাদেশ এ একাদশ(সম্ভাব্য) :
১) মিজানুর রহমান,
২) জাকির হাসান,
৩) সোম্য সরকার (অধিনায়ক),
৪) মমিনুল হক,
৫) নাজমুল হোসেন শান্ত,
৬) ফজলে মাহমুদ,
৭) শরিফুল ইসলাম,
৮) সানজামুল ইসলাম,
৯) খালেদ আহমেদ,
১০) আফিফ হোসেন,
১১) নাঈম হাসান।
