
আসন্ন ক্রিকেট বিশ্বকাপ বসতে যাচ্ছে ইংল্যান্ডের মাটিতে। আর ইংল্যান্ডের মাটিতে ভাররের জয় পাওয়াটা যে খুব কঠিন তার প্রমান পেয়েছে কিছুদিন আগেই। তার পরও সৌরভ গাঙুলি ভবীষ্যৎ বাণী বলছে ভারত হবে চ্যাম্পিয়ান্স।
এবার সেই বিশ্বকাপ নিয়েই ভবিষ্যৎবাণী করে তিনি বলেন ,’ ‘২০১৯ সালে ইংল্যান্ডে ক্রিকেট বিশ্বকাপে ভারতীয় দল দারুণ ফল করবে। যদিও ইংল্যান্ডের মাটিতে তারা একটু কঠিন সময় পার করছে তাও আমি এই দলটিকেই এগিয়ে রাখবো।’
সম্প্রতি এশিয়া কাপে ভারত অপরাজিত চ্যাম্পিয়ান্স হয়েছে বলেই এমন মনে করছে। অন্যদিকে ভারতের সেই চ্যাম্পিয়ন যে কলকাতার আলোচিত পেসার মোহাম্মদ শামী থাকবেন সেটার নিশ্চয়তাও দিয়ে দিলেন সৌরভ গাঙুলি।
