একটি পূর্ণাঙ্গ সিরিজ খেলতে দক্ষিন আফ্রিকা অবস্থা করছে বাংলাদেশ ক্রিকেট টিম। ইতিমধ্যে দুইটি টেষ্ট খেলেছে বাংলাদেশ। তিন ম্যাচ ওয়ানডে সিরিজের প্রথম ওয়ানডেতে ১০ উইকেটে পরাজিত হয়েছে বাংলাদেশ। আগামী ১৮ তারিখ তাদের দ্বিতীয় ওয়ানডে।

তার মাঝেই বাংলাদেশের বিপক্ষে টি২০ জন্য দল ঘোষণা করেছে সাগতিকরা। দেখেনিন তাদের স্কোয়াড,

বাংলাদেশের বিপক্ষে দক্ষিণ আফ্রিকার ১৪ সদস্যের টি-টুয়েন্টি স্কোয়াড ঘোষণাঃ

১) ফাফ ডু প্লেসিস (অধিনায়ক),

২) হাশিম আমলা ,

৩) ফারহান বেহারদিয়েন ,

৪) কুইন্টন ডি কক ,

৫) এবি ডি ভিলিয়ার্স,

৬) জেপি ডুমিনি,

৭) ডেভিড মিলার ,

৮) মাঙ্গালিসো মোশেলে ,

৯) ড্যান প্যাটারসন ,

১০) অ্যারন ফাঙ্গিসো ,

১১) অ্যান্ডিলি ফেহলুকেয়ো,

১২) রবি ফ্রাইলিংক,

১৩) তাবরেজ শামসি,

১৪) বেউরন হেনরিকস।