জিম্বাবুয়ে বিপক্ষে ওয়ানডে ও টি২০ সিরিজ খেলবে দক্ষিন আফ্রিকা। এই সিরিজকে সামনে রেখে ওয়ানডে ও টি-টুয়েন্টি দল ঘোষণা করেছে দক্ষিণ আফ্রিকা।

জিম্বাবুয়ের বিপক্ষে দক্ষিণ আফ্রিকা দলঃ

ওয়ানডে স্কোয়াড:

  1. ফাফ ডু প্লেসিস (অধিনায়ক),
  2. হাশিম আমলা,
  3. জেপি ডুমিনি,
  4. রিজা হেন্ডরিকস,
  5. রিজা হেন্ডরিকস,
  6. লুঙ্গি এনগিদি,
  7. ক্রিশ্চিয়ান জঙ্কার,
  8. হেনরিক ক্লাসেন,
  9. কেশভ মহারাজ,
  10. এইডেন মার্করাম,
  11. উইয়ান মাল্ডার,
  12. তাবরাইজ শামসি,
  13. ডেল স্টেইন,
  14. খায়া জোন্ডো,
  15. আন্দিল ফেহলাকওয়েও,
  16. কাগিসো রাবাদা।

টি-টোয়েন্টি স্কোয়াড:

  1. ফাফ ডু প্লেসিস (অধিনায়ক),
  2. গিহান ক্লোয়েট,
  3. জুনিয়র ডালা,
  4. কুইন্টন ডি কক,
  5. হেনরিক ক্লাসেন,
  6. ডেভিড মিলার,
  7. লুঙ্গি এনগিদি,
  8. জেপি ডুমিনি,
  9. রব্বি ফ্রাইলিঙ্ক,
  10. ইমরান তাহির,
  11. ক্রিশ্চিয়ান জঙ্কার,
  12. ডেন পেটারসন,
  13. রাসি ভ্যান ডের ডুসেন,
  14. আন্দিল ফেহলাকওয়েও,
  15. তাবরাইজ শামসি।