
ফুটবল ফেডারেশনে (ফিফা) রাজনৈতিক হস্তক্ষেপে কারণে অনিশ্চয়তায় পড়েছিলে স্পেনের রাশিয়া বিশ্বকাপে অংশগ্রহণ করা। ফুটবলের নিয়ন্ত্রণ সংস্থা ফিফার সঙ্গে বৈঠক করার পর স্পেন ফুটবল ফেডারেশনের কর্মকর্তারা জানিয়েছেন, রাশিয়া বিশ্বকাপে নিষিদ্ধ হওয়া নিয়ে আর চিন্তা করতে হবে না তাদের।
গতকাল সোমবার স্প্যানিশ ফুটবল ফেডারেশনের (আরএফইএফ) সঙ্গে ফুটবল ফেডারেশনের সেক্রেটারি জেনারেল ফাতমা সামাওরা বৈঠক করেন। এর আগে ডিসেম্বর মাসে সাবেক বিশ্বচ্যাম্পিয়ন স্পেনকে ২০১৮ রাশিয়া বিশ্বকাপ থেকে বহিষ্কার করার হুঁশিয়ারি দেয় ফিফা। ওই সময় ফেডারেশনের দীর্ঘদিনের সভাপতি মারিয়া পদত্যাগ করতে বাধ্য হন।
স্পেনের ফুটবল ফেডারেশন আরএফইএফ’র নির্বাচনে নিজেদের প্রার্থীকে সভাপতি করার জন্য উঠেপড়ে লেগেছিল দেশটির ডানপন্থী সরকার। এখন আরএফইএফের অন্তর্বর্তীকালীন সভাপতির দায়িত্ব সামলাচ্ছেন হুয়ান লুইস লারিয়া।
স্পেনের ক্রীড়া ও শিক্ষা মন্ত্রণালয় থেকে এক বিবৃতিতে জানানো হয়েছে, ‘দুই পক্ষই সমস্যা সমাধানে একমত হয়েছে। বিশ্বকাপে অংশ নিতে আর কোনো সমস্যা নেই।’
