শহীদ আজিজুল হক স্পোর্টিং ক্লাব এর উদ্যোগে আয়োজন করা হয়েছে গ্রামীণ ঐতিহ্যবাহী খেলা ! আসছে ৬ জানুয়ারী ২০১৮ ইং তারিখে রোজ শনিবার দুপুর ২ঃ০০ ঘটিকায় শহীদ আজিজুল হক স্পোর্টিং ক্লাব এর উদ্যোগে গ্রামীণ ঐতিহ্যবাহী খেলার আয়োজন করা হয়েছে ।

গ্রামীণ ঐতিহ্যবাহী খেলায় যে সকল খেলা থাকছে ঃ

1. দড়ি টানাটানি

2. কলাগাছে উঠা

3. বিস্কিট দৌড়

4. মাথায় হাঁড়ি নিয়ে দৌড়

5. বাজনার তালে তালে বল বদল

6. অন্ধ জনে আলোর দান

উক্ত খেলায় আমন্ত্রীত অতিথি ঃ

প্রধান অতিথি ঃ জনাব মোঃ এহতেশামুল আলম ( সভাপতি, মহানগর আওয়ামীলীগ, ময়মনসিংহ )

বিশেষ অতিথি ঃ জনাম মোঃ মোহিত-উর রহমান শান্ত ( সাধারন সম্পাদক, মহানগর আওয়ামীলীগ, ময়মনসিংহ )

1. জনাব মোঃ সাজ্জাদ জাহান চৌধুরী শাহীন ( অতিরিক্ত সাধারন সম্পাদক ,ময়মনসিংহ বিভাগীয় ক্রীড়া সংস্থা,ময়মনসিংহ)

2. জনাব মোঃ মীর শাহীন উদ্দিন ( সাবেক সহ-সভাপতি,জেলা ছাত্রলীগ ,সাবেক সদস্য জেলা যুবলীগ ও সাবেক সদস্য ,শহর আওয়ামীলীগ,ময়মনসিংহ)

3. জনাব মোঃ খাইরুল আলম সোহাগ ( চেয়ারম্যান ,৯নং খাগডহর ইউনিয়ন পরিষদ ময়মনসিংহ)

4. জনাব মোঃ বুলবুল আহাম্মেদ ( বিশিষ্ঠ সাংবাদিক)

খেলাটি ৯নং খাগডহর ইউনিয়নে কিসমত আজিজ মোড়ে শহীদ আজিজুল হক স্পোর্টিং ক্লাব সংলগ্ন মাঠে আয়োজন করা হয়েছে । ধন্যবাদান্তে মোঃ শাহ আলম প্রতিষ্ঠাতা শহীদ আজিজুল হক স্পোর্টিং ক্লাব , এবং সার্বিক সহযোগিতায় অত্র এলাকাবাসী ।

উল্লেখ্য ঃ বাংলাদেশের গ্রামীণ ঐতিহ্যবাহী খেলা গুলো ধীরে ধীরে হারিয়ে যাচ্ছে , এমন উদ্দ্যোগেই হয়তো ফিরে পাওয়া যাবে এসব খেলা ।