
বাংলাদেশের বিপক্ষে দুই ম্যাচ টি-টোয়েন্টি সিরিজের প্রথম ম্যাচের জন্য দীনেশ চান্দিমালকে অধিনায়ক করে শক্তিশালী টি-টোয়েন্টি ক্রিকেট দল ঘোষণা করেছে শ্রীলঙ্কা। মিরপুর শেরে বাংলা ক্রিকেট স্টেডিয়ামে ১৫ ফেব্রুয়ারির এই ম্যাচটি শুরু হবে বাংলাদেশ সময় বিকেল পাঁচটায়।
১৫ জনের দলে নতুন মুখ হিসেবে থাকছে দুই জন আসিথা ফার্নান্ডো ও শেহান মাধুসানকা। তিন বছর পর জাতীয় দলে ফিরিছে জীবন মেন্ডিস।
শ্রীলঙ্কা স্কোয়াড:
১) দিনেশ চান্দিমাল (অধিনায়ক),
২) দানুশকা গুনাথিলাকা,
৩) উপুল থারাঙ্গা,
৪) কুশল পেরেরা,
৫) থিসারা পেরেরা,
৬) আসেলা গুনারত্নে,
৭) দাসুন শানাকা,
৮) নিরোসান ডিকভেলা,
৯) ইশুরু উদানা,
১০) শেহান মাধুসানকা,
১১) জেফরি ভান্ডারসে,
১২) আকিলা ধনঞ্জয়া,
১৩) আমিলা অ্যাপোন্সো,
১৪) জীবন মেন্ডিস
১৫) আসিথা ফার্নান্ডো।
