
চার বছর পরে টেস্ট দলে ফিরেই আগুন ঝড়া বলিং করলেন অভিজ্ঞ স্পিনার আব্দুর রাজ্জাক। তার দুর্দান্ত বোলিংয়ে প্রথম সেশনেই চার উইকেট হারায় লঙ্কানরা। এর পর ১০৫ রান নিয়ে মধ্যাহ্ন বিরতিতে যায় তারা।
আর লঙ্কানদের চার উইকেটের ভিতর ৩ টি উইকেট শিকার করেছেন আব্দুর রাজ্জাক। আর অন্য উইকেটটি শিকার করেছে তাইজুল ইসলাম।
দ্বিতীয় সেশনে ফিরে আবারও চার উইকেট শিকার করে বাংলাদেশ। সেখানে রাজ্জাক নেয় একটি তাইজুল শিকার করে দুইটি ও মুস্তাফিজ এক উইকেট শিকার করে চা বিরতিতে যায় সকলে।
খেলার স্কোর: শ্রীলংকা ২০৫/৮ ওভার ৫৭.১
