স্বাধীনতার ৭০ বছর উপলক্ষ্যে নিদাহাস ট্রফির আয়োজন করেছে শ্রীলংকা। এই ত্রিদেশীয় সিরিজে অংশ নেবে বাংলাদেশ ও ভারত। টুর্নামেন্টটি শুরু হবে ৬ মার্চ এবং শেষ হবে ১৮ই মার্চ।

এদিকে নিদাহাস ট্রফিকে কেন্দ্র করে বাংলাদেশ ও ভারত তাদের স্কোয়াড ঘোষণা করেছে। তারই ধারাবাহিকতায় এবার স্কোয়াড ঘোষণা করল স্বাগতিকরা। ম্যাথিউস ইনজুরিতে থাকায় দীনেশ চান্দিমালকে অধিনায়ক করে দল ঘোষণা করেছে শ্রীলংকা।

শ্রীলঙ্কার ২০ সদস্যের চূড়ান্ত স্কোয়াড:

১) দীনেশ চান্ডিমাল (অধিনায়ক),

২) উপুল থারাঙ্গা,

৩) দানুশকা গুনাথিলকা,

৪) কুসাল মেন্ডিস,

৫) দাসুন শানাকা,

৬) কুসাল পেরেরা,

৭) থিসারা পেরেরা,

৮) জেওয়ান মেন্ডিস,

৯) সুরঙ্গ লাকমল,

১০) নিরোষণ ডিকওয়েল্লা,

১১) শার্দে সামারাওয়িকর্মা,

১২) ইসুরু উদানা,

১৩) জেফরি ভান্ডারসাই,

১৪) আকিলা দানঞ্জয়া,

১৫) অমিলা আফনসো,

১৬) ফার্নান্দো,

১৭) লাহিরু কুমার,

১৮) নুয়ান প্রদীপ,

১৯) দুশমনথ চামিরা

২০) দানাঞ্জয়া ডি সিলভা।