শ্রীলংকা সফরে আছে দক্ষিন আফ্রিকা। সেখানে টেস্ট সিরিজ খেলতে মাঠে নেমেছিলো দুই দল। গলে শ্রীলঙ্কা বিপক্ষে প্রথম টেস্টে মাত্র আড়াই দিনেই ২৭৮ রানের বিশাল ব্যাবধানে পরাজিত হলো দক্ষিন আফ্রিকা।

শ্রীংকার দেয়া ৩৫২ রানের লক্ষ নিয়ে মাঠে নামে দক্ষিন আফ্রকা। মাঠে নেমেই ব্যাটিং বিপর্যয়ে পরে আমলারা। রঙ্গনা হেরাথ ও দিলরুয়ান পেরেরার সামনে দাঁড়াতেই পারেনি প্রোটিয়া ব্যাটসম্যানরা। দ্বিতিয় ইনিংসের শুরু থেকেই হেরাথ-পেরার বলে একের পর এক উইকেট শিকার করতে থাকে এই দুই জন।

দলের মাত্র ৩ জন ব্যাটসম্যান দুই অঙ্কের ঘরে পৌছায়। শেষ পর্যন্ত দ্বিতীয় ইনিংসে মাত্র ৭৩ রানেই গুটিয়ে যায় তারা। যেটি তাদের টেস্ট ইতিহাসের সর্বনিম্ন। ফলে ২৭৮ রানের বিশাল জয় তুলে নেয় লঙ্কানরা। দক্ষিণ আফ্রিকার পক্ষে ভারনন ফিলান্ডার সর্বোচ্চ ২২ রান করেন।

শ্রীলঙ্কার দিলরুয়ান পেরেরা ৬টি ও রঙ্গনা হেরাথ ৩টি উইকেট লাভ করেন।

সংক্ষিপ্ত স্কোর :

শ্রীলঙ্কা ১ম ইনিংস : ২৮৭/১০ (করুণারত্নে ১৫৮*, গুনাথিলাকা ২৬, সান্দাকান ২৫)। রাবাদা-১৪-১-৫০-৪, শামসি- ২৫.৪-২-৯১-৩।

দক্ষিণ আফ্রিকা ১ম ইনিংস : ১২৬/১০ (ডুপ্লেসিস ৪৯, ফিলান্ডার ১৮)। পেরেরা – ২৩-৮-৪৬-৪, লাকমল – ৪.৩-০-২১-৩।

শ্রীলঙ্কা ২য় ইনিংস : ১৯০/১০ (করুণারত্নে ৬০, ম্যাথুস ১৪, সিলভা ১৩ লাকমাল ৩৩*)। মহারাজ- ২০-৪-৫৮-৪।

দক্ষিণ আফ্রিকা ২য় ইনিংস : ৭৩/১০ (ফিলান্ডার ২২, মারক্রাম ১৯) । পেরেরা – ১৪-৪-৩২-৬, হেরাথ – ১৪-৪-৩৮-৩।