ইংল্যান্ডের বিপক্ষে এক মাত্র টি২০ ম্যাচের জন্য দল ঘোষণা করেছে শ্রীলংকা। ঘোষিত ১৫ সদ্যসের দলে রয়েছে মালিঙ্গা। এক মাত্র টি২০ ম্যাচটি হবে আগামী শনিবার।

শ্রীলঙ্কা দল:

  1. থিসারা পেরেরা,
  2. দিনেশ চান্দিমাল,
  3. নিরোশান ডিকভেলা,
  4. কুশল পেরেরা,
  5. কুশল মেন্ডিস,
  6. ধনঞ্জয়া ডি সিলভা,
  7. দাসুন শানাকা,
  8. কামিন্দু মেন্ডিস,
  9. ইসুরু উদানা,
  10. লাসিথ মালিঙ্গা,
  11. দুসমন্থ চামিরা,
  12. আকিলা ধনঞ্জয়া,
  13. কাসুন রাজিথা,
  14. নুয়ান প্রদীপ,
  15. লাকশান সান্দাকান।