
ত্রিদেশীয় সিরিজের জন্য ১৬ সদস্যের দল ঘোষনা করেছে শ্রীলঙ্কা ক্রিকেট বোর্ড। অধিনায়ক করা হয়েছে ম্যাথুস কে। দলে ফিরেছেন দিনেশ চান্দিমাল, কুশল মেন্ডিস ও ওয়ানিন্দু হাসারাঙ্গা। প্রথমবারের মতো দলে ডাক পেয়েছেন অভিষেকের অপেক্ষায় থাকা ফাস্ট বোলার শেহান মাদুশানাকা।
এবার দেখে নেওয়া যাক সেরা স্কোয়াড
১) অ্যাঞ্জেলা ম্যাথিউস (অধিনায়ক)
২) উপুল থারাঙ্গা
৩) দানুষ্কা গুনাতিলাকা
৪) কুশল মেন্ডিস
৫) দিনেশ চান্দিমাল (কিপার)
৬) কুশল জ্যানিথ পেরেরা
৭) থিসারা পেরেরা
৮) আসিলা গুনারাতনে
৯) নিরোশান ডিকওয়ালা
১০) সুরাঙ্গা লাকমল
১১) নুয়ান প্রদীপ
১২) দুশমান্তা চামেরা
১৩) সেহান মাদুসানকা
১৪) আকিলা ধানানজায়া
১৫) লক্ষন সান্দাকান
১৬) অনিন্দু হাসারাঙ্গা
