
জিম্বাবুয়ের বিপক্ষে পাঁচ ম্যাচ ওয়ানডে সিরিজের তৃতীয়টিতে ৮ উইকেটের বিশাল এক জয় পেয়েছে স্বাগতিক শ্রীলঙ্কা। বৃহস্পতিবার হাম্বানটোটায় জিম্বাবুয়ের ছুঁড়ে দেয়া ৩১১ রানের লক্ষ্যে খেলতে নেমে নিরোশান ডিকওয়েলা এবং দানুস্কা গুনাথিলাকার জোড়া সেঞ্চুরিতে ১৬ বল হাতে রেখেই জয়ের বন্দরে পৌঁছে যায় লঙ্কানরা।
আর এই জয়ের ফলে পাঁচ ম্যাচের সিরিজে ২-১ এ এগিয়ে গেল স্বাগতিকরা। তবে দারুণ এই জয়ের দিনেও একটি দুঃসংবাদ শুনতে হয়েছে অ্যাঞ্জেলা ম্যাথিউসের দলকে। এদিন স্লো ওভার রেটের কারণে অধিনায়ক ম্যাথিউস ও দলের অন্যান্য সদস্যদের জরিমানা করা হয়েছে।
নির্ধারিত সময়ের মধ্যে এক ওভার কম বল করায় এই শাস্তি পেতে হলো লঙ্কানদের। ম্যাচ শেষে ম্যাচ রেফারি ক্রিস ব্রড লঙ্কান অধিনায়ককে ম্যাচ ফির ২০ শতাংশ আর দলের বাকিদের ম্যাচ ফির ১০ শতাংশ জরিমানা করেছে।
