দক্ষিন আফ্রিকার বিপক্ষে ১৫ সদস্যের টি২০ দল ঘোষণা করেছে শ্রীলঙ্কা। দলে ফিরেছেন বল টেম্পারিংয়ে নিষেধাজ্ঞায় পড়া টেস্ট অধিনায়ক দিনেশ চান্দিমাল।

দলে সুরাঙ্গা লাকমলের পরিবর্তে দলে ডাক পেয়েছেন বিনুরা ফার্নান্দো। নিরোশন ডিকবেলার পরিবর্তে দলে এসেছেন মাধুসানাকা।

১৫ সদস্যের চূড়ান্ত স্কোয়াডঃ

১) অ্যাঞ্জেলো ম্যাথিউস (অধিনায়ক),

২) দাসুন শানাক,

৩) কুসল পেরেরা,

৪) ধনঞ্জয়া দি সিলভা,

৫) উপুল থারাঙ্গা,

৬) কুসল মেন্ডিস,

৭) থিসারা পেরেরা,

৮) শাহীন জয়সুরিয়া,

৯) শিহান মাধুশাঙ্কার,

১০) লাহিরু কুমারা,

১১) দীনেশ চান্ডিমাল,

১২) আকিলা ধানানঞ্জয়া,

১৩) জেফরি,

১৪) লক্ষণ সান্ধাকান,

১৫) বিনুরা ফার্নান্দো।