
শ্রীলংকা সফরকে সামনে রেখে ১৬ সদস্যের দল ঘোষণা করেছে ইংল্যান্ড। আগামী ১০ অক্টোবর ডাম্বুলায় প্রথম ম্যাচে শ্রীলঙ্কার মুখোমুখি হবে ইংল্যান্ড। পাঁচ ম্যাচ ওয়ানডে সিরিজ ছাড়াও এই সফরে তিনটি টেস্ট ও একটি টি-টোয়েন্টিতে মাঠে নামবে ইংলিশরা।
ইংল্যান্ড ওয়ানডে দলঃ
- এউইন মরগান,
- মঈন আলী,
- জনি বেয়ারস্টো,
- জস বাটলার,
- স্যাম কুরান,
- টম কুরান,
- লিয়াম ডসন,
- অ্যালেক্স হেলস,
- লিয়াম প্লাঙ্কেট,
- আদিল রশিদ,
- জো রুট,
- জেসন রয়,
- বেন স্টোকস,
- অলি স্টোন,
- ক্রিস ওকস,
- মার্ক উড।
