
২০১৭ সালে সেপ্টেম্বর মাসে ব্রিসটলেতে মারামারির ঘটনা ঘটায় স্টোকস। এই ঘটনার শুনানি চলছে ইংলিশ অলরাউন্ডার বেন স্টোকসের। যদি তার বিরুদ্ধে অভিযুক্ত প্রমাণিত হয় তাহকে সর্বোচ্চ তিন বছরের জেল হতে পারে স্টোকসের।
তাই শুনানির কারণে ইন্ডিয়ার বিপক্ষে চলতি পাঁচ ম্যাচ টেস্ট সিরিজের দ্বিতীয় ম্যাচে থাকতে পারছে না স্টোকস। তৃতীয় টেস্ট খেলতে পারবে কি না তানিয়ে তৈরি হয়েছে বড় শঙ্কা। আর এতে করে কিছুটা বিপদে পড়তে পারে স্বাগতিক ইংল্যান্ড।
প্রথম টেস্ট জয়ে পিছনে অনেক বড় অবদান ছিল বেন স্টোকের। দুই ইনিংস মিলিয়ে শিকার করেছে ৬ উইকেট। তার মধ্যে দ্বিতীয় ইনিংসে বিরাট কোহলিকে আউট করে ম্যাচ ইংল্যান্ডের নিয়ন্ত্রণে নিয়ে আসে। এছাড়াও ভয়ঙ্কর হয়ে ওঠা হার্দিক পাণ্ডিয়াকে আউট করে এই ইংলিশ অলরাউন্ডার।
২০১৭ সালের সেপ্টেম্বর মাসে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে ওয়ানডে সিরিজ চলাকালীন সময় ব্রিসটলের একটি নাইটক্লাবের সামনে মারামারিতে জড়িয়ে পড়েন স্টোকস। ওই সময় দুইজন ব্যক্তিকে পিটিয়ে রক্তাক্ত করেন তিনি। যার ভিডিও ছড়িয়ে পড়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে।
এ ঘটনায় দীর্ঘ তদন্ত শেষে ব্রিসটল ম্যাজিস্ট্রেট কোর্ট স্টোকসের বিরুদ্ধে অভিযোগ গঠন করে। যার সোমবার বিচার কাজ শুরু হয়।
