
দলের সঙ্গে থাকলেও ম্যাচ খেলতে পারছেন না। আক্ষেপ কিংবা আফসোস হয় কিনা? এ বিষয়ে সোহান বলেন,‘এখানে সবচেয়ে বড় জিনিসটা হচ্ছে সুযোগ কোন সময় আসে কেউ জানে না।
আমি সবসময় চেষ্টা করি আমার যে ঘাটতি আছে সেগুলো রিকভার করে যাতে শতভাগ ফিট থাকি এবং সুযোগ আসলে যাতে ভালো করতে পারি। এখন যেহেতু ফিটনেস ক্যাম্প চলছে।
তার ফাঁকে ফাঁকে ব্যাটিং নিয়ে একটু কাজ করব। যে ঘাটতি আছে সেগুলো রিকভার করার চেষ্টা করব। কিপিংয়ে কিছু ঘাটতি আছে সেগুলো নিয়েও চেষ্টা করব যাতে ভবিষ্যতে আরও ভালো করতে পারি।’
