
ক্রিকেট এখন আলোচনাল শির্ষে। চার-ছক্কার কুড়ি-কুড়ি বিনোদন চলছে আইপিএলে। সে ক্রিকেটের জ্বরে আক্রন্ত চলচিত্র অঙ্গনের তারকারা। এবার এই তালিকায় যোগ হলেন ভারতের সমালোচিত আলোচিত অভিনেত্রী সানি লিওনের। সম্প্রতি টুইটারে সানি নিজেই বললেন তাঁর প্রিয় ক্রিকেটারের নাম।
ভারতের একটি ক্রিকেট বিষয়ক ওয়েবসাইটে প্রকাশিত এক প্রতিবেদন থেকে জানা যায়, ভারতীয় ক্রিকেট দলই তার প্রিয় দল তাও বলেছেন তিনি। সেই সঙ্গে তিনি জানিয়েছেন তার প্রিয় ক্রিকেটারের নাম।
ভারতীয় ক্রিকেটে বহু তারকার জন্ম হয়েছে। এই মুহূর্তেও একাধিক ক্রিকেটার রয়েছেন, যাদের জনপ্রিয়তা তুঙ্গে। তবে কোনও নবীন ক্রিকেটার নয়, সানির ভোট এক সিনিয়র ক্রিকেটারের দিকেই। তিনি মহেন্দ্র সিংহ ধোনি। যার ভক্ত অসীম সমুদ্র সমান, সেই মাহিতেই মুগ্ধ সানি লিওন।

চলমান আইপিএলে ধোনি-ম্যাজিক অব্যাহত। এই মুহূর্তে চেন্নাই পয়েন্ট টেবিলের দুই নাম্বারে রয়েছে।
