
চলতি বছরের ডিসেম্বর মাসে পর্দা উঠতে যাচ্ছে টি-টেন লিগ। ১৪-১৭ ডিসেম্বর চলবে এ আসর। এই টুর্নামেন্টে অংশগ্রহণ করেছে ৬টি দল । দলগুলো হল- কেরালা কিংস, পাঞ্জাবি লিজেন্ডস, টিম শ্রীলঙ্কা ক্রিকেট, বেঙ্গল টাইগার্স, মারাঠা অ্যারাবিয়ান্স এবং পাখতুনস।
এখানে মোট ১০০ জন খেলোয়াড়দের অংশগ্রনে হবে এই টুর্নামেন্ট। আর সেই টুর্নামেন্টে বিদেশি তারকাদের সাথে জয়গা করে নিয়েছে বাংলাদেশ টাইগার ওপেনার তামিম ইকবাল, বিশ্বসেরা অলরাউন্ডার সাকিব আল হাসান এবং কাটার মাস্টার মুস্তাফিজুর রহমান।
বিশ্বসেরা অলরাউন্ডার সাকিব আল হাসানকে দেখাযাবে কেরালা কিংসে। এই দলের কোচের দ্বায়িত্বে থাকবেন কিংবদন্তি ব্রায়ান লারা। আর মোস্তাফিজুর রহমানকে দলে ভিরিয়েছে বেঙ্গল টাইগার্স । অন্যদিকে বাংলাদেশের সেরা ওপেনার ও সর্বোচ্চ রান সংগ্রাহক তামিম ইকবালকে পাখতুন দল তাদের স্কোয়াডে ভিড়িয়েছে।
৬ দলের তারকা ক্রিকেটারঃ
কেরালা কিংসঃ
১) ওয়েইন মরগান (আইকন),
২) সাকিব আল হাসান,
৩) কাইরান পোলার্ড,
৪) লিয়াম প্লাঙ্কেট,
৫) ওয়াহাব রিয়াজ,
৬) সোহেল তানভির,
৭) রোহান মুস্তাফা,
৮) ইমরান হায়দার।
পাখতুনসঃ
১) শহীদ আফ্রিদি (আইকন),
২) তামিম ইকবাল,
৩) ডোয়াইন স্মিথ,
৪) ফখর জামান,
৫) আহমেদ শেহজাদ,
৬) জুনাইদ খান,
৭) মোহাম্মদ ইরফান,
৮) আমজাদ জাভেদ,
৯) সাকলাইন হায়দার।
বেঙ্গল টাইগার্সঃ
১) সরফরাজ আহমেদ (আইকন),
২) মোস্তাফিজুর রহমান,
৩) সুনীল নারাইন,
৪) ড্যারেন স্যামি,
৫) রুম্মন রইস,
৬) আন্দ্রে ফ্লেচার,
৭) মোহাম্মদ নাভিদ,
৮) রমিজ শাহজাদ।
পাঞ্জাবি লিজেন্ডসঃ
১) শোয়েব মালিক (আইকন),
২) মিসবাহ-উল-হক,
৩) কার্লোস ব্র্যাথওয়েট,
৪) হাসান আলি,
৫) উমর আকমল,
৬) ক্রিস জর্ডান,
৭) লুক রনকি,
৮) আদিল রশিদ,
৯) গুলাম সাব্বির,
১০) শরীফ আসাদুল্লাহ।
মারাঠা অ্যারাবিয়ান্সঃ
১) বিরেন্দর শেবাগ (আইকন),
২) কুমার সাঙ্গাকারা,
৩) মোহাম্মদ আমির,
৪) ইমাদ ওয়াসিম,
৫) অ্যালেক্স হেলস,
৬) মোহাম্মদ সামি,
৭) লেন্ডল সিমন্স,
৮) শাইমান আনোয়ার,
৯) জহুর খান।
টিম শ্রীলঙ্কা ক্রিকেটঃ
১) দিনেশ চান্দিমাল,
২) থিসারা পেরেরা,
৩) লাহিরু থিরিমান্নে,
৪) দিলশান মুনাবিরা,
৫) কিথুরয়ান ভিথানাগে,
৬) শিহান জয়াসুরিয়া,
৭) অ্যাঞ্জেলো পেরেরা,
৮) ভানিদু।
