
২০১৭ সালে টি২০ ম্যাচ কম হয়নি। প্রতিটি দল দারুন ভাবে খেলে চলেছে। সেই খেলার উপর ভিত্তি করে সেরা টি টুয়েন্টি একাদশ প্রকাশ করেছে ক্রিকেটের জনপ্রিয় সাইট ক্রিকবাজ। তবে মজার ব্যাপার হল ২০১৭ সালের এই সেরা টি-টুয়েন্টি একাদশে নেই কোন ভারতীয় ব্যাটসম্যান।
একাদশে আছেন ক্যারিবিয় তারকা ৩জন, ইংল্যান্ডের ২ জন, ভারতের ২ জন, আফগানিস্তানের ১ জন, দক্ষিন আফ্রিকার ২ জন, পাকিস্তানের একজন।
একনজরে দেখুন সেরা একাদশে আছে কারা:
১. এভিন লুইস
২. আলেক্স হেলেস,
৩. এডিবি ভিলিয়ার্স,
৪. জস বাটলার
৫. ডেবিড মিলার
৬. পোলার্ড
৭. সুনিল নারিন
৮. রাশিদ খান
৯. ভুবনেশ্বর কুমার
১০. মুহাম্মদ আমির
১১. বুমরা
