শ্রীলঙ্কার বিপক্ষে টি২০ সিরিজের জন্য ১৫ সদস্যের দল ঘোষণা করেছে বিসিবি। চলতি মাসের ১৫ তারিখ থেকে শুরু হবে বাংলাদেশ ও শ্রীলঙ্কার মধ্যকার দুই ম্যাচের টি-টোয়েন্টি সিরিজ।

আগামী ১৫ ফেব্রুয়ারি মিরপুর শেরে বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে প্রথম টি-টোয়েন্টিতে শ্রীলঙ্কার মুখোমুখি হবে বাংলাদেশের টাইগাররা। এরপর ১৮ ফেব্রুয়ারি সিলেটে অনুষ্ঠিত হবে দ্বিতীয় ও শেষ টি-টোয়েন্টি ম্যাচ।

দলে এক ঝাক তরুণ মুখ!

স্কোয়াড–

১) সাকিব,

২) তামিম,

৩) সৌম্য,

৪) মুশফিক,

৫) মাহমুদউল্লাহ,

৬) সাব্বির,

৭) মোস্তাফিজ,

৮) রুবেল,

৯) সাইফ উদ্দিন,

১০) রনি,

১১) রাহী,

১২) আরিফুল,

১৩) মেহেদী হাসান,

১৪) জাকির,

১৫) অাফিফ।