
যুব বিশ্বকাপের গ্রুপ পর্বের ম্যাচে ইংল্যান্ডের কাছে পরাজিত হয় জুনিয়র টাইগাররা। অপেনার পিনাক ঘোষকে ভুল আউট দেয়ার পর পর আবার তৌহিদকেও ভুল আউট দেয় ভারতীয় আম্পায়ার। এই দুইটি ভুল সিদ্ধান্ত দেওয়ার ফলে হেরে যায় যুব টাইগার্সরা। তৌহিদ হৃদয় অনূর্ধ্ব ১৯ দলে লম্বা ইনিংস খেলা একজন ব্যাটসম্যান। এর আগের ম্যাচেও তার ব্যাট থেকে এসেছে দুর্ধান্ত সেঞ্চুরি। ৫৭.১৩ […]




