
ক্রিকেট অস্ট্রেলিয়া ও অসি ক্রিকেটারদের সংগঠন এসিএ সমঝোতায় পৌঁছাতে পারেনি এখনও। তাই আসন্ন বাংলাদেশ সফর ও অ্যাশেজ সিরিজ রয়েছে ঝুলে। এই অবস্থায় বাংলাদেশ সফর নিয়ে এখনও আশাবাদী ক্রিকেট অস্ট্রেলিয়ার বোর্ড পরিচালক মার্ক টেলর। তার ভাষায়, ‘আমি মনে করি এখনও বাংলাদেশ সফরটি হারাইনি। অ্যাশেজটিও হারাতে চাই না। ’দুই পক্ষ সমঝোতায় না পৌঁছালেও শিগগিরই এ নিয়ে নিষ্পত্তিহবে বলে […]
