অস্ট্রেলিয়াকে পাহাড়সম লক্ষ্য দিলো পাকিস্তান

শুরু থেকে ভালো খবর মিলছিল না সরফরাজদে। টেস্টের শুরুতে যাদের ব্যাট হাসছিলো না সেই বাবর আজম ও সরফরাজ মিলেই ষষ্ঠ উইকেটে গড়েন ১৩৩ রানের জুটি। বাবর আজম প্রথম টেস্ট শতকের কাছে থেকেও এক রানের দুঃখ নিয়ে মাঠ ছেড়েছেন। ২৩ বছর বয়সী এই ব্যাটসম্যানকে ৯৯ রানে বিদায় দেন মিচেল মার্শ। অধিনায়ক সরফরাজকেও থেমে যেতে হয়েছে ৮১ […]