ঢাকা ডাইনামাইটসের বিপক্ষে আনামুল হক বিজয়ের ৭৩ রানের ইনিংস (ভিডিও)

আনামুল হক বিজয় এক সময় বাংলাদেশ জাতীয় দলের এক নির্ভরশীল ব্যাটসম্যান ছিলো। ২০১৪ সালের বিশ্বকাপ খেলার সময় ইঞ্জুরিতে পরেন তিনি। এর পর আর জাতীয় দলে দেখা যায়নি তাকে। এবং বিপিএলের শুরু থেকে তার ব্যাট থেকেও পাওয়া যাচ্ছে না রান। কিন্তু বিপিএলে আজ ঢাকার বিপক্ষে ৭৩ রানের এক অসাধারণ ইনিংস উপহার দিলো। দেখেনিন সেই ভিডিওটি https://youtu.be/PCPU8yPMt3M

এবারের বিপিএলে হাস্যকর কান্ড!

চলতি মাসের ৪ তারিখ থেকে শুরু হয় বিপিএলের ৫ম আসর। এ আসরে ব্রডক্রাস্টিংয়ের দায়িত্ব দেওয়া হয় জিটিভিকে। আর সেই দায়িত্বের তীব্র অবহেলা চোখে পরছে সেই জিটিভিতেই। বাজে ব্রডক্রাস্টীং এবং মাটির নিচ থেকে অ্যাড আসা এবারের বিপিএলের মূল সম্প্রচার হয়ে দাঁড়িয়েছে। তবে এগুলো লঘু ভুল হলেও এবার তার চেয়ে বড় ভুল করলো সেই জিটীভি। বিপিএলে রংপুরের […]