
চলতি মাসের ১৫ তারিখ থেকে শুরু হতে যাচ্ছে এশিয়া কাপ। আসন্ন এশিয়া কাপকে সামনে রেখে ১৭ সদস্যের চুড়ান্ত দল ঘোষণা করেছে আফগান ক্রিকেট বোর্ড। এশিয়া কাপে আফগানিস্তানের ১৭ সদস্যের স্কোয়াডঃ আসগর স্তানিকজাই (অধিনায়ক), মোহাম্মদ শাহজাদ (উইকেট রক্ষক), নজীবুল্লাহ জাদরান, সামিউল্লাহ শেনওয়ারী, করীম জান্নাত, রশিদ খান, শারাফউদ্দীন আশরাফ, মুজিব-উর রহমান, ইহসানুল্লাহ জান্নাত, আফতাব আলম, ওয়াফাদার মোহাম্মদ, […]









