চামরার কারখানা থেকে উঠে আসা পাকিস্তানী পেসার আব্বাসের জীবনের গল্প

জনপ্রিয় একটি খেলা ক্রিকেট। এই ক্রিকেট কখনো হাসায়, কখনো কাঁদায়, আবার মূহুর্তেই বদলে দেয় অনেকের জীবন। গৌরবময় ও অনিশ্চয়তার এই খেলায় সুনিশ্চিত নয় কোন কিছুই। আজকের হিরো হয়ে যায় আগামীকাল ভিলেন, বর্তমানে শূন্যে থাকা ক্রিকেটার ভবিষ্যতে হয়ে যান মহাতারকা, দেশসেরা খেলোয়ার। তেমনই এক ঘটনার জন্ম দিয়েছেন পাকিস্তানের ডানহাতি পেসার মোহাম্মদ আব্বাস। সদ্য সমাপ্ত হওয়া লর্ডস […]