
রাশিয়া বিশ্বকাপে আর্জেন্টিনা জাতীয় দলের প্রধান গোলকিপারের দায়িত্বটা রোমেরোর কাধেই থাকবে এটা নিশ্চিত। তবে এই নিশ্চিত কাজটিকেই অনিশ্চিত হিসেবে দেখতে চান আর্জেন্টিনার ১৯৮৬ বিশ্বকাপ জয়ী তারকা লুইস ইসলাস। রোমেরোকে আর্জেন্টিনার এক নম্বর গোলকিপার থেকেও বাদ দেয়ার দাবী করেন তিনি। আর্জেন্টিনার হয়ে রোমেরো ২০০৯ সাল থেকে নিয়মিত খেলে আসছেন। এই সময়ে ৯২টি ম্যাচ খেলেছেন রোমেরো। তবে […]
