আর্জেন্টিনাকে হুমকি দিলেন নাইজেরিয়ান মুসা !

আর্জেন্টিনার বিপক্ষে সেন্ট পিটার্সবার্গেও দুই গোল করার কথা জানালেন নাইজেরিয়ার স্ট্রাইকার নাইজেরিয়ান মুসা । তিনি বলেন এই খেলায় যে কোনো কিছু হতে পারে। আমার মনে হয় এবারও আমি ২টি গোল করব।’ কাল আইসল্যান্ডের বিপক্ষে জয় পেলেও এখনো দ্বিতীয় রাউন্ড নিশ্চিত করতে পারেনি নাইজেরিয়ার। তাদের ভাগ্য এখন নির্ভর করছে আর্জেন্টিনার সাথে ম্যাচের ওপর। কেননা সেই ম্যাচ যদি […]

উপভোগ করুন আর্জেন্টিনা বনাম নাইজেরিয়ার লাস্ট ম্যাচের হাইলাইটস

রাশিয়া বিশ্বকাপে ডি গ্রুপ থেকে সেরা ১৬ তে যেতে হলে  নাইজেরিয়াকে হারাতে হবে আর্জেন্টিকার । ঐ ম্যাচে যেই দলি জয়ী হবে সেই দলই চলে যাবে রাউন্ড অফ সিক্সটিনে । উপভোগ করুন আর্জেন্টিনা বনাম নাইজেরিয়ার লাস্ট ম্যাচের হাইলাইটস https://youtu.be/HRW-VYowcMM