
আগামী মাসে গুয়াতেমালা ও কলম্বিয়ার বিপক্ষে প্রীতি ম্যাচের জন্য আর্জেন্টিনার দল ঘোষণা করেছেন অন্তর্বতীকালীন কোচ লিওনেল স্কালনি। তার সঙ্গে সহকারি হিসেবে আছেন পাবলো আইমারও। ২৯ জনের দলে অনুমিতভাবেই নেই অধিনায়ক লিওনেল মেসি। তিনি খেলতে অস্বীকৃতি জানিয়েছেন বলে শোনা গিয়েছিল। সেটার নিশ্চয়তা পাওয়া গেছে স্কালনির দলেও। তবে আরও বড় চমকও আছে দলে। এই দলের অনেককেই প্রথমবারের […]








