
গোটা বিশ্বকাপেই সমালোচনা শুনতে হয়েছে নেইমারকে। রাশিয়ার আসরের কোয়ার্টার ফাইনাল থেকে ব্রাজিলের বিদায়ের পরও তাকে বিদ্ধ হতে হচ্ছে কথার তীরে। কঠিন সময় পার করা এই ফরোয়ার্ডের পাশে দাঁড়ালেন তার ব্রাজিল ও পিএসজি সতীর্থ দানি আলভেস। এই রাইটব্যাক ধুয়ে দিয়েছেন সমালোচকদের। ‘দুর্বলের হাতিয়ার সমালোচনা’- মন্তব্য করে নেইমারের জায়গায় দাঁড়াতে বলেছেন নিন্দুকদের। কঠিন জায়গা থেকে বিশ্বকাপে নেমেছিলেন […]

