
দক্ষিণ আফ্রিকায় জাতীয় দলের দায়িত্ব থাকা তারকা ওপেনার তামিম ইকবাল সম্পূর্ণ সফরের রোহিঙ্গাদের সাহায্যে দান করবেন বলে মনঃস্থির করেছেন। তবে বিষয়টি জানাজানি হোক, সেটা চাইছেন না তামিম ইকবাল। টাইগার ওপেনারের সহধর্মিণী আয়শা সিদ্দিকাও চেয়েছেন মানবতার সেবায় এগিয়ে আসতে। তামিম বলেছেন, ‘ইন্টারনেটে বাচ্চাদের কি সব ছবি দেখছি! আয়েশা (মিসেস তামিম) খুব অস্থির হয়ে গেছে পানিতে ভেসে […]
