
জার্মানীর হয়ে আর মাঠে দেখা যাবে না মেসুত ওজিলকে। রবিবার একরাশ ক্ষোভ নিয়ে এই ঘোষণা করলেন মেসুত ওজ়িল। এক বিবৃতিতে তিনি বলেন, “জার্মান ফুটবল সংস্থা আমার সঙ্গে যেই ধরণের ব্যবহার করেছে, এই ব্যাবহারের পর দেশের জার্সি গায়ে মাঠে নামা আমার পক্ষে সম্ভব না”। এ ছাড়াও তিন আরও বলেন, “রাশিয়া বিশ্বকাপে জার্মানির অপ্রত্যাশিত হারের জন্য আমাকেই […]
