
আর্জেন্টিনার বিপক্ষে মাঠে নেমে ম্যাচের শুরুতেই গোল করে দলকে ব্রেক থ্রু এনে দেন স্প্যানিশ ফরোয়ার্ড দিয়াগো কস্তা। কিন্তু বেশিখন মাঠে থাকতে পারলেন না তিনি। গোল করেই ইনজুরিতে পড়েন। তবে ম্যাচ শেষে সংবাদ সম্মেলনে আসেন তিনি। সংবাদ সম্মেলনে এসেই প্রতিপক্ষ দলকে সমীহ করতে ভুলেননি কস্তা। পাশাপাশি এক হাতে নিলেন মেসির সমালোচনাকারীদেরও। কস্তা বলেন ,’‘আপনাকে সব বিষয় […]
