
শুধু দেশবাসির কাছেই নয়, ফিজের কাছে প্রত্যাশা অনেক বেশি ছিলো তাঁর সতীর্থদেরও। বাংলাদেশ দলের আরেক পেস তারকা তাসকিন আহমেদ মঙ্গলবার এমনটাই বলেছেন। প্রথম আলোকে তিনি বলেন, ‘দর্শকদের কথা কী বলব, আমাদের খেলোয়াড়দেরই তার কাছে অনেক বেশি প্রত্যাশা। ও বিশেষ কিছু না করলেই মনে হয় খুব বুঝি খারাপ বোলিং করল। অবশ্য মুস্তাফিজের ছন্দ হারানোর পেছনে জাতীয় […]
