
সম্পিতি শেষ হয়েছে রাশিয়া বিশ্বকাপ। এখন ক্লাব ফুটবললে অপেক্ষায় ফুটবল প্রেমিরা। বিশ্বকাপে সেরা গোলকিপার হিসেবে সেরা গোলকিপারের পুরুস্কার হিসেবে গ্লোন্ডেন গ্লাবস পেয়েছেন বেলজিয়ামের গোলকিপার কর্তোয়া। এখন বেলজিয়ামের গোলকিপারকে দলে ভেড়ানোর চেস্টা করছে রিয়াল মাদ্রিদ। স্প্যানিশ গণমাধ্যমের খবর অনুযায়ী, দুই পক্ষের আলোচনা অনেকদূর এগিয়ে গেছে। ক্রীড়া দৈনিক মার্কার খবর, খুব দ্রুতই কোর্তোয়া-রিয়াল চুক্তি স্বাক্ষর হয়ে যাবে। […]
