
পাকিস্তানি পেসার শোয়েব আখতার অর্ধেকটা মাঠজুড়ে লম্বা এক রানআপ। কপাল বেয়ে নেমে আসত লম্বা চুল। প্রচণ্ড গতিতে ছুটে এসে আগুনের গোলা ছুড়তেন। বোলিং প্রান্তে শোয়েব আখতার থাকা মানেই ব্যাটসম্যানদের কাঁপাকাঁপি। সেই শোয়েব কিনা বলছেন, কোহলির বিপক্ষে বোলিং করতে হয়নি বলে তিনি ভাগ্যবান! ব্রায়ান লারা, শচীন টেন্ডুলকার ও রিকি পন্টিংদের সময় কোনো বোলারের মুখে এমন কথা […]
