
ক্রিস গেলকে অপমান করলে কী হয়, সেটাই এখন বুঝতে পারছে ফ্র্যাঞ্চাইজি মালিকরা। একাদশ আইপিএলের নিলামে গেলের নামটা যখন উঠেছিল, তখন কেউ কিনতে চায়নি গেইলকে। পরে অবস্যা কিংস ইলেভেন পঞ্জাব তাঁকে কিনে ছিলো। ন্যূনতম দামে। গেল অপমানিত হলেও বুঝতে দেননি। বৃহস্পতিবার মোহালিতে এ বারের আইপিএলের প্রথম সেঞ্চুরি করার পরে পুরস্কার নিতে এসে হাতটা একবার তুলে বলে […]


