
সেমি-ফাইনালে ক্লাব সতীর্থের বিপক্ষে গোল করেই রাশিয়া বিশ্বকাপে গোল খরা কাটাতে চান তিনি।দারুণ ছন্দে থাকা বেলজিয়ামের গোলরক্ষক থিবো কোর্তোয়াকে ফ্রান্স পরাস্ত করতে পারবে বলে বিশ্বাস দলটির ফরোয়ার্ড অলিভিয়ে জিরুদের। সেন্ত পিতার্সবুর্গে মঙ্গলবার বাংলাদেশ সময় রাত ১২টায় রাশিয়া বিশ্বকাপের ফাইনালে ওঠার লড়াইয়ে মুখোমুখি হবে দল দুটি। ইংলিশ প্রিমিয়ার লিগের ক্লাব চেলসিতে একসঙ্গে খেলেন জিরুদ ও কোর্তোয়া। […]
