
বাংলাদেশ দলের সাফল্যে পিছনে সাবেক কোচ চন্দিকা হাতুরুসিংহে অনেক ভূমিকা ররয়েছে। তিনিই শিখিয়েছে কিভাবে বড় দলগুলোর বিপক্ষে জিততে হয়। তবে হাতুরেসিংহে এখন আর বাংলাদেশ দলের দায়িত্বে নেই। গত বছরের নভেম্বর মাসে বাংলাদেশ দলের কোচের দায়িত্ব ছেড়েছেন। কোচের দায়িত্ব ছেড়ে দিলেও পুরোন ছাত্রদের খোঁজখবর রাখেন তিনি। আর তাই ওয়েস্ট-ইন্ডিজের বিপক্ষে সিরিজ জিতার পর বাংলাদেশ দলকে অভিনন্দন […]



