
জুভেন্টাসের হয়ে দিবালা এবং রোমার হয়ে জেকো হ্যাট্রিক করেছে। উত্তেজনাপূর্ণ ম্যাচে জিতেছে বেনফিকা। লায়ন বনাম শাখতারের মধ্যকার দর্শক বিহীন ম্যাচে ২-০ গোলে পিছিয়ে থেকেও ৭০ এবং ৭২ মিনিটে ডেম্বেলে এবং ডুবইসের গোলে ড্র নিয়ে মাঠ ছাড়ে লায়ন। রাশিয়ান গোলকিপার ইভান আকিনফেভের দুর্দান্ত পারফরমেন্সে রিয়ালকে হারিয়েছে সিএসকেএ মস্কো। যদিও আকিনফেভ শেষের দিকে লাল কার্ড দেখে মাঠ […]


