
এখনও এক বছর হয়নি নেইমারের বার্সেলোনা থেকে পিএসজিতে আসার। কিন্তু এখনও সেই বিতর্ক আছে তার এই দলবদল ঠিক ছিল না ছিলো ভুল। অনেকের মতেই নেইমার ভুল করেছে বার্সোলনার সঙ্গে সম্পর্ক ছিন্ন করে। সেই দলে এবার যোগ দিলেন নেইমারের স্বদেশী সাবেক সুপারস্টার রিভালদো। তিনি মনে করেন, বিশাল অংকের অর্থের লোভে বার্সেলোনা ছাড়া ঠিক হয়নি নেইমারের। গত […]
