
বর্তমানে বিশ্বের সেরা ফিনিশারদের একজন হলেন মাহিন্দ্র সিং ধনী। দলের প্রয়োজনে তার ব্যাটিং হয়ে উঠে ভয়ানক। গতকাল ধনী তার ক্যারিয়ারের ৩২০ তম ওয়ানডে ম্যাচ খেলে ১০০০০ রান পূরণ করেন।বিশ্বের ১২তম ও ৪র্থ ভারতীয় হিসেবে তার এই কীর্তি। তার পিছনে এখনো ৯ হাজারি তে আছে কোহলি, গেইল, ডিভিলিয়ার্সরা। যদিও এবি অবসরে। মাহির আরেক কীর্তি হলো এই […]


